How to Prepare Banana Shake
How to Prepare Banana Shake
Ingredients
- 1–2 large ripe bananas (yellow with brown spots for sweetness)
- ½ to 1 cup milk (dairy or any plant‑based alternative)
- 2–4 scoops vanilla ice cream (optional for creaminess)
- ½ teaspoon vanilla extract (optional)
- A pinch of ground cinnamon or cardamom (optional)
Method
- Prep the banana:
Peel and slice the ripe banana into ~1″ pieces. You can freeze them beforehand (½–1 hour) for an extra thick shake. - Add to blender:
- First, banana slices.
- Pour in milk.
- Add vanilla extract and your pinch of spice (cinnamon/cardamom).
- Include ice cream (optional):
For a richer treat, add 2–4 scoops of vanilla ice cream. - Blend:
Blend until the mixture is smooth and creamy. If it’s too thick or gets stuck, add more milk in splashes until it’s pourable. - Taste & adjust:
Sample the shake. To boost sweetness or thickness, add a little sugar/honey, another banana, or more ice cream. - Serve:
Pour into chilled glasses (optional – frost them in the freezer first), and top with whipped cream, dried banana chips, a straw, or a dash of cinnamon/cherry. - Enjoy immediately:
Banana shakes are best fresh—serve right away for the creamiest texture.
🍌 ব্যানানা শেক প্রস্তুতি (1–2 গ্লাস)
উপকরণ
- ১–২টি পাকা কলা
- ১ কাপ ঠান্ডা দুধ
- ১ চা-চামচ চিনি (স্বাদমতো বাড়ানো যাবে)
- (ঐচ্ছিক) ২ স্কুপ ভ্যানিলা আইসক্রিম বা ৫–৬ টে বরফের টুকরো
প্রণালি
- কলাগুলো কেটে নিন
➤ কলা খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কাটুন। ভালো করে পাকা হলে স্বাদ উন্নত হয়। - ব্লেন্ডারে উপকরণ যোগ করুন
➤ প্রথমে দুধ ঢেলুন।
➤ তার পর কলার টুকরোগুলো দিন।
➤ চিনি ছেঁকে মিশিয়ে দিন।
➤ আরও মিষ্টতা বা সমৃদ্ধ স্বাদের জন্য চাইলে ভ্যানিলা আইসক্রিম বা বরফ যোগ করুন । - ব্লেন্ড করুন
➤ মিশ্রণটি মসৃণ ভাবে ব্লেন্ড করুন। ঘন মনে হলে একটু দুধ বা পানি দিন যাতে কাঙ্ক্ষিত কনসিস্টেন্সি দাঁড়ায়। - স্বাদ পরীক্ষা & প্রয়োজন অনুযায়ী যোগ করুন
➤ যদি তিক্ত বা কম মিষ্টি লাগে, চিনি পরিমাণ বাড়িয়ে দিন। - সাজিয়ে পরিবেশন করুন
➤ ঠান্ডা গ্লাসে ঢেলে উপরে আইসক্রিম বা ফ্রিজে রাখা কলার স্লাইস দিয়ে সাজিয়ে দিন। - পরিবেশন করুন
➤ নতুন তৈরি হওয়া শেকই সবচেয়ে সুস্বাদু—তা দ্রুতই পরিবেশন করুন।
Video Tags: banana shake,banana shake recipe,how to make banana shake,banana peanut butter shake,banana shake kaise banate hain,banana milk shake ingredients,banana shake ingredients,banana shake png,simple banana shake recipe,banana shake nutrition,banana shake mixer,banana coffee shake,banana shake without ice cream,banana almond milk shake,banana shake banane ki vidhi,banana shake in hindi,banana milkshake,banana shake juice,easy banana shake